Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                       সিটিজেন চার্টারঃ  

                                               

উপজেলা সমাজসেবা অধিদফতর থেকে প্রদেয় সেবাসমূহের বিবরনী।

 

‘‘সিটিজেন চার্টার’’

 

ক্রমিক

নং

কার্যক্রম

সেবা

সেবা গ্রহীতা

 

সেবা গ্রহনের সময়সীমা

 

সেবাদান

কারী কর্তৃপক্ষ্য

আর্থ -সমামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ)

পল্লী সমাজসেবা কার্যক্রম

* পল্লী অঞ্চলের দরিদ্র জনগনকে সংগঠিত করে উন্নয়নের মূল শ্রোতধারায় আনায়ন

* প্রশিক্ষন প্রদান

* ৫থেকে ১০ হাজার টাকা পর্যমত্ম ক্ষুদ্রঋণ প্রদান

* লক্ষভুক্ত ব্যাক্তিদের নিজস্ব পুজিঁ গঠনের জণ্য সঞ্চয় বৃদ্ধি

নির্বাচিত গ্রামের স্থায়ী বাসিন্দা, যিনিঃ

* আথ-র্ সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য/সদস্যা

* সুদমুক্ত ঋণ ও অন্যাণ্য সুযোগ সুবিধা গ্রহনের জন্য ক ও খ শ্রেণীবুক্ত দরিদ্র তম ব্যাক্তি যার বার্ষিক মাথা পিছু পারিবারিক আয় ২৫ হাজার টাকা পর্যমত্ম।

* সুদমুক্ত ঋণ ব্যতিত অন্যান্য সেবা গ্রহনের জন্য গ শ্রেণীভুক্ত ব্যক্তির যার বার্ষিক পারিবারিক আয় ২৫ হাজার টাকার উর্দ্ধে।

 

নির্ধারিত ফরমেযথা্যথ  পদ্ধতি অনুসরন করে আবেদনের পরঃ

১ম বার ঋণ ( বিনিয়োগ) গ্রহনের জন্য আবেদনের পর  ১ মাসের  মর্ধ্যে

* ২য়/৩য়  পর্যায়ের ঋণ(পুণঃবিনিয়োগ)গ্রহনের জন্য আবেদনের পর ২০ দিনের মধ্যে

উপজেলা সমাজসেবা কার্যলয়

 

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্র্ম

* পল্লী অঞ্চলের দরিদ্র নারীদের সংগঠিত করে উন্নয়নের মূল শ্রোতধারায় আনায়ন

* পরিকল্পিত পরিবার গঠনের সহায়তা জাতীয় জন সংখ্যা কার্য়্াএুম বাসত্মবায়ন ৫ হা্জার  - ১০,০০০/= টাকা পর্যমত্ম ঋণ গ্রহণ প্রদান লক্ষ ব্যক্তিদেরনিজেস্ব পুজি গঠরেন  জন্য সঞ্চয় বৃদ্বি

 

এসিড দগ্ধ ও শারিরীক প্রতিবন্ধী ব্যক্তিদের পুন বাসন কার্যক্রম

 ৫ হাজার টাকা থেকে ১৫ হাজর টাকা পর্যমত্ম ক্ষুদ্র ঋণ প্রদান

এসিড  দদ্ধ  মহিলা ও শারিরীক প্রতিবনধী ব্যক্তি যাদের বার্ষিক আয় ২০ হা্জার টাকার নিচে

বয়স্কভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে বয়স্ক ভাতা প্রদান

উপজেলার ৬৫ বছর বা তদুর্দ্ধো হতোদরিদ্র পুরুষ বা মহিলা, ভূমিহীন বয়স্ক ব্যক্তি,অক্ষম অসহায় পুরুষ বা মহিলা

বরাদ্দ সাপেক্ষে প্রতি মাসে বা এককালীন টাকা উত্তোলন করা যাবে

অসহায় প্রতিবন্ধী ভাতা কার্যক্রম

সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তার জন্য নির্ধারিত হারে অসহায় প্রতিবন্ধভাতা প্রদান

৬ বছরের উর্দ্ধে প্রতিবন্ধী ব্যক্তি যিনি অন্য কোন ভাতা পান না,এবং যার বার্ষিক আয় ২৪ হাজার টাকার নিচে।

বরাদ্দ সাপেক্ষে প্রতি মাসে বা এককালীন টাকা উত্তোলন করা যাবে

প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কার্যক্রম

প্রতিবন্ধী শিক্ষার্থীদের ৪টি সত্মরে বিভক্ত করে ভাতা প্রদান করা হয়

*প্রাথমিক সত্মর (১ম-৫ম) ৩০০/= টাকা হারে প্রতিমাসে

* মাধ্যমিক সত্মর (৬ষ্ঠ-১০ম) ৪৫০/= টাকা হারে প্রতিমাসে

*উচ্চতর মাধ্যমিক সত্মর (একাদশ-দ্বাদশ) ৬০০/= টাকা হারে প্রতিমাসে

*উচ্চতর সত্মর ( স্নাতক-স্নাতকোত্তর) ১০০০/= টাকা হারে প্রতিমাসে

 

সরকারকর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত যাদোর মাসিক পারিবারিক আয় ৩৬ হাজার টাকার নিচে।

বরাদ্দ সাপেক্ষে প্রতি মাসে বা এককালীন টাকা উত্তোলন করা যাবে

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী যার বার্ষিক আয় ১২ হাজার টাকর উর্দ্ধে নয়

বরাদ্দ সাপেক্ষে প্রতি মাসে বা এককালীন টাকা উত্তোলন করা যাবে

বিধবা ও

স্বামী পরি

ত্যাক্তা ভাতা

সরকার কর্তৃক নির্ধারিত হারে ভাতা প্রদান

বিধবা ও স্বামী পরিত্যক্তা,অসহায় মহিলাদের ভাতা প্রদান

বরাদ্দ সাপেক্ষে প্রতি মাসে বা এককালীন টাকা উত্তোলন করা যাবে

ভবঘুরে ও সামাজিক অপরাধ প্রবণদের উন্নয়ন ও পূনর্বাসন

প্রবেশন ও

আফটার কেয়ার কর্মসূচী বাসত্মবায়ন

মাননীয় আদালতের নির্দেশে ১ম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাসিত্ম প্রদান সত্মগিত রেখে প্রবেশন অফিসারে তত্বাবধানে সংশোধণ ও আত্নশুদ্ধির ব্যবস্থা করা

সংশ্লিষ্ট আদালত কর্তৃক সাজা প্রাপ্ত ব্যক্তি

বিজ্ঞ আদালত কর্তৃক নির্ধরিত সময় সীমা

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন ও সহায়তা

১০

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন ও তত্তাবধান

*স্বেচ্ছাসেবী সংগঠনের নামকরনের ছাড়পত্র প্রদান

* ১৯৬১ সালের স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ ( নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশে বর্নিত সেবামূলক  প্রতিষ্ঠান নিবন্ধন।

*সংশোধিত গঠনতন্ত্র ও কমিটি অনুমোদন

*কার্য এলাকা সম্প্রসরণ ও অভিযোগ নিস্পত্তি।

স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ মূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন,প্রতিষ্ঠান,ক্লাব,সংস্থা সমিতি ইত্যাদি।

সকলকার্যক্রম প্রয়োজনীয় কাগজ প্রাপ্তির ৭ থেকে ৩০ কর্ম দিবস

উপজেলা  ও জেলা সমাজসেবা কার্যালয়

১১

বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ট প্রদান

১৮ বছর পর্যমত্ম এতিম শিশুদের স্নেহ ভালবাসা ও লালন পালন।

বেসরকারী এতিম খানার ৫-৯ বছরের এতিম শিশু।

ক্যাপিটেশন গ্রান্ট আবেদনের ৭ মাস পর।

উপজেলা সমাজসেবা কার্যলয়

 

১২

সমাজকল্যাণ পরিষদের মাধমে  অনুদানপ্রদান।

নিবন্ধন প্রাপ্ত সংস্থ্যাসমূহের মধ্যে ৫-২০ হাজার টাকা পর্যমত্ম অনুদান প্রদান

*বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান

*দরিদ্র/ ক্ষতিগ্রসত্ম ব্যক্তি।

উপজেলা ও জেলা সমাজকল্যাণ পরিষদ আবেদন পত্র যাচাই বছাই শেষে জাতীয় সমাজকল্যাণ পরিষদে প্রেরণ

উপজেলা  ও জেলা সমাজসেবা কার্যালয়